চুল পুনঃস্থাপন জন্য তুরস্কের সর্বোচ্চ স্তরে HTFC
তুরস্কের আঙ্কারা এবং ইস্তাম্বুলের ডাঃ ক্রিমি এবং এইচটিএফসি (হেয়ার ট্রান্সপ্লান্ট ফু ক্লিনিক) সেবা প্রদান করে থাকেন।
চুল প্রতিস্থাপন প্রক্রিয়াঃ
চিকিৎসালয়ে আসার পর ডাঃ ক্রেমের রোগীদের অভ্যর্থনায় থাকবে বন্ধুসুলভ এবং অভিজ্ঞ সহকারী। আমাদের পুরো দলের সকলেই রোগীর আরামের কথা বিবেচনায় রাখে। যতক্ষণ আপনি আমাদের চিকিৎসালয়ে থাকবেন ততক্ষন আপনার সর্বোচ্চ এবং আরামপ্রদ সেবা প্রদান করাই আমাদের মুল লক্ষ্য। আমাদের সহকর্মীরা রোগীকে ব্যাপকভাবে সকল সহযোগিতা প্রদান করে যেন কাজের প্রক্রিয়া নিয়ে তাদের চিন্তিত হতে না হয়।
একটি ব্যক্তিগত পর্যালোচনার পর ডাঃ ক্রেম আপনার বর্তমান চুলের অবস্থার উপর ভিত্তি করে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করবেন।
রোগীদের বিস্তরভাবে কাজের প্রক্রিয়া সম্পর্কে ধারনা দেয়া হবে। প্রত্যেক রোগীকে কাজ শুরু হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র এবং চুল প্রতিস্থাপন বিষয়ে সঠিক তথ্য প্রদান করা হবে।
এরপর আমাদের অভিজ্ঞ সহকর্মীগন রোগীকে কাজ শুরুর আগে প্রস্তুত করবেন এবং তারপর ডাঃ ক্রেম চুল উৎপাটন প্রক্রিয়া শুরু করবেন। কাজ চলাকালীন সময় রোগী চাইলে আরাম করে বসে থাকতে পারেন অথবা সিনেমা দেখতে পারেন। চুল তোলা এবং সংগ্রহ করার কাজ শেষ হলে রোগীকে চায়ের বিরতি দেয়া হবে এবং মধ্যাহ্নভোজ শেষে ডাঃ আবার চুলের বীজকোষ টাকস্থলে প্রতিস্থাপনের কাজ শুরু করবেন। সম্পুর্ন প্রক্রিয়া চলাকালীন রোগী কোনরূপ ব্যাথা অনুভব করবেন না কারন সেই সময় প্রয়োজনমত কাজের স্থান অচেতন করা হবে।
Grafts বসানোর বিষয়ে ডাঃ ক্রেম নির্ধারিত স্থানে Lateral-Slit-Method এর মাধ্যমে কাজ করবেন।
Grafts বসানোর বিষয়ে ডাঃ ক্রেম নির্ধারিত স্থানে Lateral-Slit-Method এর মাধ্যমে কাজ করবেন। Lateral-Slit-Method এর মাধ্যমে টাক এর স্থানে চুলের কোষ বসাতে খুবই ছোট আকারে কাটা হবে। Lateral-Slit পদ্ধতিতে grafts বর্তমার চুলের খুব কাছাকাছি যথাযথভাবে বসানো সম্ভব। এই চমৎকার কৌশল বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ চুলের ডাক্তারগণ সবাই ব্যবহার করেন। এছাড়া এই পদ্ধতিতে খুব ঘন আকারে চুল লাগানো যায় বলে রোগীর মাথায় চুলের ঘনত্ব অনেক হয়।
ডাঃ ক্রেম রোগীর মাথায় প্রয়োজন অনুযায়ী কাটার পর দুইজন অভিজ্ঞ সহকারী চুলের বীজকোষ লাগানো শুরু করেন এবং প্রতিস্থাপন কাজ শেষ করেন। আমাদের চিকিৎসালয়ে কর্তব্যরত দলটি চুল প্রতিস্থাপন বিষয়ে বহু বছরের অভিজ্ঞ। ডাঃ ক্রেম তাঁর এই সহকারীদের কাজে যথেষ্ট আস্থাবান যার কারনে ২০০২ সালে এই প্রতিষ্ঠান শুরু করার পর থেকে কাউকে পরিবর্তন করেন নি। একটি অভিজ্ঞ চিকিৎসাকর্মী দলের সাথে দীর্ঘ সময় কাজ করার কারনে মানসম্পন্ন সেবা, ব্যপক যত্ন এবং আনন্দদায়ক পরিবেশ তৈরি হয় যা আস্থা বাড়িয়ে তোলে।
আঙ্কারা এবং ইস্তাম্বুলের মধ্যে Fue চুল রোপন ক্লিনিক
প্ল্যাস্টিক সার্জন হিসেবে কর্মরত অবস্থায় ডাঃ ক্রেম কসমেটিক সার্জারির উপর বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন যা তাঁর রোগীদের মানসম্পন্ন সেবা দিতে সামর্থবান করে। ব্যাক্তিগত তত্বাবধান, নির্ভুল এবং যথাযথ কাজের কারনে তিনি চুল প্রতিস্থাপনের ব্যাপারে ক্লিনিকাল পরিবেশে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারেন। চিকিৎসালয়ের প্রত্যেকটি কক্ষ অত্যাধুনিক চুল প্রতিস্থাপনের পরিকল্পনায় করা, যেখানে FUE (Follicular Unit Extraction) এর মাধ্যমে কাজ করা হয় যা আমাদের সেবার স্বতত্রতা প্রকাশ করে। তুর্কীর আইন অনুযায়ী কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত চিকিৎসা কক্ষেই সার্জারী করা সম্ভব। আমাদের চিকিৎসালয়ের প্রত্যেকটি কক্ষই সরকারী আইন মোতাবেক করা যেখানে শুধুমাত্র চুল প্রতিস্থাপন করা হয়।
তুরস্কর মধ্যে আঙ্কারা এবং ইস্তাম্বুলে কেবলমাত্র HTFC চুল প্রতিস্থাপনের কাজ সম্পাদন করে থাকে
সৌন্দর্য-ভ্রমণ ব্যবসা বর্তমান বাজারে আধিপত্য বিস্থার করছে বহির্বিশ্বে যার মধ্যে তুর্কী অন্যতম, কারন প্রতিনিয়ত কম খরচে প্ল্যাস্টিক সার্জারির চাহিদা বেড়েই চলেছে। যেসকল রোগীরা বিদেশে কম খরচে সার্জারী করাতে চান তাদেরকে বিস্তৃত এবং বর্নিল প্ল্যাস্টিক সার্জারী আকর্ষিত করে। বাস্তবতা হচ্ছে অনেক ভ্রমন সংস্থা এবং কমদামী নিম্নমান সম্পন্ন চিকিৎসালয়ে বাজার ছেয়ে গেছে যারা সেবা প্রদান করাতে গিয়ে রোগীদের চাহিদা পুরনে ব্যার্থ হয়, কারন হয় তাদের জ্ঞ্যানের অভাব না হয় অভিজ্ঞতার।
প্ল্যাস্টিক সার্জন হিসেবে কর্মজীবনের শেষে ডাঃ ক্রেম ২০০২ সাল হতে শুধুমাত্র FUE এর মাধ্যমে চুল প্রতিস্থাপনের কাজ করে আসছেন। বিশেষ এবং নিয়মিত প্রশিক্ষণ এর মাধ্যমে ডাঃ ক্রেম FUE ব্যবহার করে রোগীদের উপর ভাল ফলাফল পেয়েছেন যেখানে তিনি অত্যাধুনিক প্রযুক্তিতে চুল প্রতিস্থাপনের কাজ করেছেন। যেহেতু FUE চুল প্রতিস্থাপন ব্যবস্থায় একজন চিকিৎসকের পূর্ণ মনোযোগ দিতে হয় তাই ডাঃ ক্রেম তাঁর সারা জীবনের অভিজ্ঞতা এবং পরিশ্রম চুল পুনরুদ্ধার কাজেই দিয়েছেন এবং বর্নিল প্ল্যাস্টিক সার্জারী সম্পুর্নরুপে বন্ধ করে দিয়েছেন। ডাঃ ক্রেম এবং তাঁর পুরো দল এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, যদি কেবলমাত্র চুল প্রতিস্থাপন বিষয়ে পুর্ন মনোযোগ দেয়া যায় তবেই কেবন রোগীদের মানসম্পন্ন সেবা প্রদান করা সম্ভব।
FUT – স্টপ হর্চাটিং / ফোলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট / স্ট্রিপ সার্জারি vs আধুনিক Fue (ফোলিকুলার ইউনিট এক্সট্র্যাকশন)
FUE (Follicular Unit Extraction) যেহেতু বর্তমান বিশ্বের সর্বশ্রেস্ট ও অত্যাধুনিক চুল প্রতিস্থাপন পদ্ধতি তাই ডাঃ ক্রেম চুল পুনরুদ্ধার প্রক্রিয়ায় সেকেলে কৌশল যেমন স্ট্রিপ সার্জারি (Strip Harvesting – FUT – Follicular Unit Transplant) করা বন্ধ করে দিয়েছেন। যদিও বর্তমানে বিভিন্ন দেশে বিলুপ্তপ্রায় (Strip Harvesting – FUT – Follicular Unit Transplant) স্ট্রিপ সার্জারি চালু আছে তবুও এইটা নিশ্চিত প্রমানিত যে, FUE ই বেশী কার্যকর এবং রোগীর জন্য কম ক্ষতিকর।
(FUT) স্ট্রিপ সার্জারীর মাধ্যমে অতীতে কিছু সফলতা পাওয়া সত্বেও এটি রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসাকে দীর্ঘায়ীত করতো এবং মাথার পিছনের অংশে একটা দাগ থেকে যেত। FUT পদ্ধতির মাধ্যমে মাথার পিছনের অংশ হতে একটা অংশ কেটে নেয়া হতো তারপর তার থেকে একটি বীজকোষ অনুবীক্ষন যন্ত্র দ্বারা সংগ্রহ করা হতো টাক হওয়া স্থানে লাগানোর জন্য, যে কারনে মাথায় একটা দাগ থেকে যেত। আর এজন্যই এই পদ্ধতিতে রোগীরা হতাশ হয়ে পড়তো। তাছাড়া যেহেতু মাথায় পিছনের একটা অংশ ছুরি দিয়ে কেটে কোষ সংগ্রহ করা হত সেহেতু এই পদ্ধতিতে অনেক বীজকোষ অপচয় হয়ে যেত যা আধুনিক FUE পদ্ধতিতে মোটেও হয়না।
(FUT – Follicular Unit Transplant) পদ্ধতিতে চুল প্রতিস্থাপন করলে রোগীর সম্পুর্ন সুস্থ্য হতে অনেক দীর্ঘ সময় লাগতো যা ছিল মানসিক যন্ত্রণাদায়ক। প্রত্যেকটি সার্জারীর পর মাথার পিছনের দাগ লুকানোর জন্য রোগীকে লম্বা সময় ধরে ক্ষত স্থান লুকিয়ে রাখতে হতো।
যেহেতু প্রযুক্তি এখন রোগীর জন্য কম ক্ষতিকর পদ্ধতির সুযোগ করে দিয়েছে তাই ডাঃ ক্রেম সিদ্ধান্ত নিয়েছেন তিনি কেবল মাত্র FUE (Follicular Unit Extraction) পদ্ধতিতেই চিকিৎসা করবেন। আর এটিই রোগীর জন্য ক্ষতি এড়াতে সক্ষম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারনে কম সময়ে বেশী প্রাকৃতিক ফলাফল আশা করা যায়।
তুরস্কের আঙ্কারা এবং ইস্তাম্বুলে আমাদের কাস্টমার কেয়ার ও বাসভবন আছে।
যখন রোগী তুর্কি বিমানবন্দরে পৌঁছাবেন তখন ব্যক্তিগতভাবে আমাদের গাড়িচালক তাকে হাসপাতালে কিংবা হোটেলে নিয়ে আসবেন। পুরো প্রক্রিয়া চলাকালীন রোগীকে হাসপাতালের পাশে ৩ তারকা বিশিষ্ট হোটেলে রাখা হবে। আর এই সম্পুর্ন কাজটি করবে হাসপাতাল কতৃপক্ষ এবং এর খরচও আমাদের মূল্যের সাথে অন্তর্ভুক্ত। তাই আমাদের রোগীদের আর কোন ধরনের প্রস্তুতির প্রয়োজন পড়েনা।
রোগীর তুর্কীকে অবস্থানের পুরো সময় হাসপাতাল কতৃপক্ষ দেখাশোনার দায়িত্ব বহন করবে এবং রোগী সকল ধরনের চুল প্রতিস্থাপন পুর্ব ঔষধ ও চিকিৎসা পাবেন যেখানে এন্টিবায়োটিক ও ব্যথানাশক ঔষধ বিদ্যমান।
এরপর রওনা হওয়ার দিন ডাঃ ক্রেম শেষবারের মত একবার সব কিছু দেখে দিবেন এবং আমরা আপনাকে ভ্রমন পরিকল্পনা করতে বলে দিব।